কুড়ের পাড় আদর্শ কিন্ডার গার্ডেন স্কুলটি নারায়ণগঞ্জ সদর উপজেলার অর্ন্তগত আলীরটেক ইউনিয়নের প্রানকেন্দ্র ধলেশ্বরি তীরবতী কুড়ের পাড় নামক গ্রামে কুড়ের পাড় আদর্শ কিন্ডার গার্ডেন স্কুলটি একটি সহযোগী প্রতিষ্ঠান হিসাবে ২০০৩ সালে গড়ে উঠে। উক্ত প্রতিষ্ঠানটি অধ্যাবদি অত্যন্ত সুনাম ও যোগ্যতার সহিত এবং সাফল্যে ও ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।
পশ্চাৎপদ জনপদ হিসেবে পরিচিত আলীরটেক ইউনিয়নের অন্তর্ভূক্ত নারায়ণগঞ্জ জেলাভুক্ত কুড়ের পাড় গ্রামের কতিপয় শিক্ষিত যুবকদের প্রচেষ্টায় অত্র স্কুলটি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়। অত্র এলাকাটি নারায়ণগঞ্জ জেলাভুক্ত হওয়া সত্বেও শিক্ষা দিক্ষায় ছিল অনঅগ্রসর। এলাকাটিতে কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় জাতীয় অগ্রগতিতে কোন ভূমিকা পালন করতে পারছিল না। তাই এলাকার অবহেলিত জনসাধারনকে শিক্ষায় শিক্ষিত করার জন্য এই যুকদের প্রচেষ্টায় আধুনিক মানসম্পূর্ন যোগপযোগী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলে এবং জাতীয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
ক্রঃ নং | নাম | ঠিকানা | ক্যাটগরি | পদবী |
০১ | আলী আকবর | কুড়ের পাড় | শিক্ষক | সভাপতি |
০২ | মোঃ আমজাদ হোসাইন | কুড়ের পাড় | শিক্ষক | শিক্ষানুরাগী |
০৩ | মোঃ মনির হোসেন | কুড়ের পাড় | ব্যাবসা | অভিবাবক প্রতিনিধি |
০৪ | মোঃ আব্দুল ওহাব | কুড়ের পাড় | ব্যাবসা | অভিবাবক প্রতিনিধি |
০৫ | সোঃ আব্দুল হাই | কুড়ের পাড় | ব্যাবসা | অভিবাবক প্রতিনিধি |
০৬ | মোঃ হোসাইন | আলীরটেক | ব্যাবসা | অভিবাবক প্রতিনিধি |
০৭ | মোঃ রুহুল আমীন | ক্রোকের চর | ব্যাবসা | দাতা |
০৮ | মোঃ মনির হোসেন | কুড়ের পাড় | ব্যাবসা | সদস্য |
০৯ | ডঃ হান্নান | কুড়ের পাড় | ব্যাবসা | প্রতিষ্ঠাতা সদস্য |
১০ | মোঃ আতাউর রহমান | কুড়ের পাড় | শিক্ষক | সচিব |
১১ | মোসাঃ আমেনা | পুরান গোগনগর | শিক্ষিকা | শিক্ষক প্রতিনিধি |
সন | ডি আর সংখ্যা | অংশগ্রহনকারীর সংখ্যা | পাশের সংখ্যা | পাশের হার | বৃত্তির সংখ্যা | |||||||
ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র | ছাত্রী | মোট | ট্যালেন্টপুল | সাধারন | ||
২০১০ | ৪ | ৩ | ৭ | ৪ | ৩ | ৭ | ৪ | ৩ | ৭ | ১০০% |
|
|
২০১১ | ৬ | ৪ | ১০ | ৬ | ৪ | ১০ | ৬ | ৪ | ১০ | ১০০% |
| ২ |
২০১২ | ১২ | ৬ | ১৮ | ১২ | ৬ | ১৮ | ১১ | ৬ | ১৭ | ৯৯% |
| ১ |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
ভবিষৎ এই শিক্ষা প্রতিষ্ঠনকে একটি মডেল প্রতিষ্ঠপান হিসেবে গড়ে তোলা।
শিক্ষার মান উন্নয়নে শিক্ষা পদ্ধতিতে আধুনিক শিক্ষা পদ্ধতির প্রচলন করা এবঙ পাঠ দানে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা। আগামীতে যাতে ছেলে মেয়েরা ট্যালেন্টপুলে বৃত্তি পেতে পারে এবং আগামী ভবিষৎ দেশের জন্য কাজ করতে পারে ও সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।
মোবাইলঃ ০১৭৪৯৭০৩৫৯৫
১. আরিনা রহমান | ৬. শাহরিয়ার |
২. ফারজানা আক্তার | ৭. আতিক হোসেন |
৩. লিজা মনি | ৮. মহসিন উদ্দিন |
৪. ইমু আক্তার | ৯. তাজিম মনি |
৫. আখিঁ মনি | ১০. তাছিন আহমেদ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস