কুড়ের পাড় আদর্শ উচ্চ বিদ্যালয় নারায়ণগঞ্জ সদর উপজেলা আওতাধীন আলীরটেক ইউনিয়নের প্রাণকেন্দ্র ধলেশ্বরী নদীর তীরে গত ০১/০১/১৯৯৯ইং সালে স্থানীয় চারজন যুবকের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আলীরটেক ইউনিয়েনর সর্ব স্তরের জনগনের সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়ে অধ্যবধি অত্যান্ত সুনামের সহিত কার্যক্রম চালু আছে। অত্র বিদ্যালয়টি অত্যান্ত মনোরম পরিবেশে সুদক্ষ শিক্ষক ও দক্ষ ম্যানেজিং কমিটি দ্বারা তদারকি করা হয়। বিদ্যালয়ের অবকাঠামো ভাল এবং সুন্দর। বিদ্যালয়ে ১টি দ্বিতলা ভবন ২টি একতলা ভবন আছে।
কুড়ের পাড় আদর্শ উচ্চ বিদ্যালয় নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন আলীরটেক ইউনিয়ের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। অত্র অঞ্চলটি অজপাড়া গায়ে এক পঞ্চাৎপদ জনপদ। যেখানে মাধ্যমিক শিক্ষার হার ছিল খুবই নগন্য। অত্র এলাকায় হাইস্কুলের অভাবে ছেলেমেয়েরা প্রাথমিক শিক্ষার পরেই ঝরে যেত। যার ফলে শিক্ষার মান উন্নতির দিকে যেতে পারতনা। সর্বোপরি এলাকাটি অজ্ঞাত, কুসংস্কারে নিমজ্জিত ছিল। এহেন অবস্থার কথা চিন্তা করে অত্র এলাকার শিক্ষিত সচেতন ব্যাক্তিবর্গ যাদের মধ্যে অন্যতম ১।মুহাম্মদ আমজাদ হুসাইন পিতা মৃত হাজী আক্কেল আলী ২। মোঃ আতাউর রহমান পিতা মৃতঃ আব্দুল খালেক ৩। মোঃ আলী আকবর পিতা মোঃ দুদু মিয়া, ৪।মোঃ মোক্তার হোসেন পিতা মৃত আঃ জলিল সর্ব সাং- কুড়ের পাড় উক্ত প্রতিষ্ঠানটি গত ০১/০১/১৯৯৯ইং সাল থেকে ৩নং কুড়ের পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিত্যক্ত ২টি কক্ষে ৫০(পঞ্চাশ) জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শরু। তারপর কুড়ের পাড় নিবাসী মৃত হাজী ফজলুর রহমান এর সন্তানদের কাছ থেকে ৩৩ (তেত্রিশ) শতাংশ জমি নিয়ে খোলা আকাশের নীচে বিদ্যালয়ের দ্বিতীয় বছরের কার্যক্রম পরিচালনা করা হয়।ধীরে ধীরে এলাকাবাসী এই মহতি কার্যক্রমে ব্যাপকভাবে সাড়া দেয়।তারপর এলাকাবাসীর সাহায্যে বর্নিত যুবকদের নগদ অনুদানের সাহায্যে বিদ্যালয়টিতে টিনের গৃহ ও কিছু বেঞ্চ তৈরী করে পাঠদান শুরু করা হয়। তারপর বিগত কয়েক বছর অনেক অষ্ট করে শিক্ষার্থীরা বিদ্যালয়ে অধ্যায়ন করতে। শিক্ষকদের একান্ত পরিশ্রমে শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বাড়তে থাকে। পরিশেষে বিদ্যালয়ের জড়াজীর্ণ অবস্থা ও শিক্ষকদের কষ্ট দেখে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, নারায়ণগঞ্জ এ ডিপি একটি দু’ তলা ভবন নির্মান করে দিয়ে বিদ্যালয়ের প্রাণ সঞ্চার করে তোলে।এমতাবস্থায় বিদ্যালয়টি গত ০১/০১/২০০০ইং সালে প্রাথমিক অনুমতি ও ০১/০১/২০০৫ইং সালে স্বীকৃতি লাভ করে। ফলে ধীরে ধীরে আরো শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকে। অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর দ্বারা পাঠদানের ফলে শিক্ষার মান উন্নয়ন হতে থাকে। স্কুলের সর্বশেষ ও চুড়ান্ত ভাবে উন্নতি লাভ করে অত্র এলাকার কৃত্রি সন্ত্রান বাংলাদেশ শিক্ষা মন্ত্রনালয়ের ডেপুটি চীপ জনাব আনসার আলী সাহেবের আন্তরিক সহযোগিতায়। গত ৩১/০৫/২০০৯ইং সালে জনাব, আনসার আলী সাহেবের সহযোগীতায় বিদ্যালয়টি এম.পিও ভুক্তি লাভ করে এবং নতুন ২টি ভবন নির্মিত হয়। বর্তমানে বিদ্যালয়টির অবোকাঠামো অত্যান্ত চমৎকার। শিক্ষা ব্যবস্থা, পরিবেশ, ফলাফল সার্বিক উন্নতি এলাকার সর্বমহল কতৃক প্রসংশিত।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|---|---|---|
মুহাম্মদ আমজাদ হোসেন | 01309112453 |
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|---|---|---|
মোসাঃ স্বপ্না আক্তার মিয়া | 01305745631 | ||
মোঃ শাকিল হোসেন | 01945335092 | ||
মোঃ রাকিব হোসেন | 01908842111 | ||
মোঃ মিজানুর রহমান | 01921042500 | ||
মোঃ নুরুজ্জামান নবীন | 01757698098 | ||
মোঃ জাকির হোসেন | 01722363601 | ||
মোঃ কা্ওসার হোসেন | 01732856106 | ||
মোঃ আল-আমিন | 01304508618 | ||
মোঃ আল ইসলাম | 01983500321 | ||
মোঃ আব্দুল আউয়াল মল্লিক | 01751624044 | ||
মোঃ আতাউর রহমান | 01749703595 | ||
মুহাম্মদ আলী আকবর | 01726333415 | ||
এ.বি.এম আলমাস | 017100174432 | ||
ক্রঃ নঃ |
নাম |
পদবী |
01 |
মোঃ আনোয়ার হোসেন |
সভাপতি |
02 |
মোঃ আতাউর রহমান |
সাধারণ শিক্ষক সদস্য |
03 |
মুহাম্মদ আলী আকবর |
সাধারণ শিক্ষক সদস্য |
04 |
আবু কালাম |
অভিবাবক সদস্য |
05 |
মোঃ আওলাদ হোসেন |
অভিবাবক সদস্য |
06 |
মোঃ নাসির উদ্দিন |
অভিবাবক সদস্য |
07 |
ফিরোজ কাছারু |
অভিবাবক সদস্য |
08 |
মাছুমা আক্তার |
সংরক্ষিত মহিলা আসন সদস্য |
09 |
মোঃ খোরশেদ আলম |
প্রতিষ্ঠাতা সদস্য |
10 |
মুহাম্মদ আব্দুল মান্নান |
দাতা সদস্য |
11 |
মুহাম্মদ আমজাদ হোসেন |
সদস্য সচিব |
সন |
ডি আর সংখ্যা |
অংশগ্রহনকারীর সংখ্যা |
পাশের সংখ্যা |
পাশের হার |
বৃত্তির সংখ্যা |
|||||||
|
|
মোট |
|
|
মোট |
|
|
মোট |
ট্যালেন্টপুল |
সাধারন |
||
২০১৮ |
|
|
৮৭ |
|
|
৮৫ |
|
|
৫৪ |
৬৩.৫৩% |
- |
- |
২০১৯ |
|
|
১২৫ |
|
|
১২৪ |
|
|
৫৭ |
৪৫.৯৭% |
- |
- |
২০২০ |
|
|
১১৭ |
|
|
১১৬ |
|
|
৭৭ |
৬৬.৩৮% |
- |
- |
২০২১ |
|
|
১১৬ |
|
|
১১৪ |
|
|
৯৭ |
৮৫.০৯% |
- |
- |
২০২২ |
|
|
৭৬ |
|
|
৭৫ |
|
|
৬৪ |
৮৫.৩৩% |
- |
- |
সন্তোষজনক।
শিক্ষার মান যুগোপযোগী করা এবং ফলাফল আরও ভাল করা। বিদ্যালয়টিতে আগামী ৫(পাঁচ) বছরের মধ্যে কলেজে রূপান্তরিত কর।
গ্রামঃ কুড়ের পাড়,পোঃ আলীরটেক,উপজেলাঃ নারায়ণগঞ্জ সদর,জেলাঃ নারায়ণগঞ্জ
মোবাইলনাম্বার:০১৭১২৯৩১৪৬০।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস