Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিজিএফ গ্রহীতাদের তালিকা

বরাবর,

            উপজেলা নির্বাহী অফিসার।

            নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ।

 

বিষয়ঃ আসন্ন ঈদুল ফিতর ২০১৪ইং উদযাপন উপলক্ষ্যে ভিজিএফ কর্মসূচীর আওতায় চাউল বিতরনের জন্য তালিকা দাখিল প্রসংগে।

 

জনাব,

            যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষ্যে ভি,জি, এফ কমিটির মাধ্যেমে ২৫/০৬/২০১৪ইং তারিখে ১০০২ টি নামের তালিকা প্রণয়ন করা হয়। উক্ত তালিকায় মাননীয় জাতীয় সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-৫ মহোদয়ের সদয় সম্মতি রহিয়াছে। আপনার সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এতদসংগে ০২ কপি তালিকা দাখিল করা হইল।

সংযুক্তঃ ২৫ ফর্দ্দ।


সভার মমত্মব্য বহির অনুলিপিঃ

1)             জনাব, আলহাজ্ব মোঃ জাকির হোসেন- চেয়ারম্যান।

2)            মোসাঃ ময়না বেগম- সদস্যা ১,২,৩ নং ওয়ার্ড।

3)            মোসাঃ ঝরনা বেগম- ৪,৫,৬ নং ওয়ার্ড।

4)             মোসাঃ শাহিদা বেগম- ৭,৮,৯ নং ওয়ার্ড।

5)            মোঃ জাকির হোসেন- সদস্য- ১নং ওয়ার্ড।

6)            মোঃ ফরিদ মিয়া- সদস্য- ২নং ওয়ার্ড।

7)             মোঃ আবুল হাশেম- সদস্য- ৩নং ওয়ার্ড।

8)            মোঃ শাহজাহান সরকার- সদস্য- ৪নং ওয়ার্ড।

9)             মোঃ রম্নহুল আমিন- সদস্য- ৫নং ওয়ার্ড।

10)          মোঃ ফিরোজ মিয়া- সদস্য- ৬নং ওয়ার্ড।

11)           মোঃ আওলাদ হোসেন- সদস্য- ৭নং ওয়ার্ড।

12)          মোঃ নোয়াব মিয়া- সদস্য- ৮নং ওয়ার্ড।

13)          মোঃ শাহীন রাজু- সদস্য- ৯নং ওয়ার্ড।

14)          মোঃ শেখ আশ্রাফুজ্জামান- উপসহকারী কৃষি কর্মকর্তা।

15)          মোঃ আঃ রহিম- বিআরডিবি মাঠ সহকারী।

16)          মোঃ নুরম্ন মিয়া- ইউএনও কতৃক মননীত ০১ নং ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তি।

17)          মোঃ শাহাবুদ্দিন মাদবর- ইউএনও কতৃক মননীত ০২ নং ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তি।

18)          মোঃ আয়নাল মিয়া- ইউএনও কতৃক মননীত ০৩ নং ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তি।

19)          মোঃ আওলাদ হোসেন- ইউএনও কতৃক মননীত ০৪ নং ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তি।

20)         মোঃ ইসমাইল হোসেন- ইউএনও কতৃক মননীত ০৫ নং ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তি।

21)          আলী আহম্মদ- ইউএনও কতৃক মননীত ০৬ নং ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তি।

22)         নুরম্নজ্জামান- ইউএনও কতৃক মননীত ০৭ নং ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তি।

23)         আব্দুর রহমান- ইউএনও কতৃক মননীত ০৮ নং ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তি।

24)         আঃ কাদির মৃধা- ইউএনও কতৃক মননীত ০৯ নং ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তি।

25)         মোঃ মনির হোসেন- শিক্ষক।

26)         মোসাঃ রামিদা বেগম- মহিলা প্রতিনিধি।

27)         মোঃ মাহবুবুর রহমান ভূইয়া- ইউপি সচিব।

অদ্য ২৫/০৬/২০১৪ ইং তারিখ সকাল ১১.০০ ঘটিকার সময়ে আলীরটেক ইউনিয়ন পরিষদে এক জরম্নরী বিশেষ সভা ইউনিয়ন পরিষদ কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব আলহাজ্ব মোঃ জাকির হোসেন, চেয়ারম্যান, আলীরটেক ইউনিয়ন পরিষদ।

১। আলোচ্য বিষয়ঃগত সভার মমত্মব্য সমূহ অনুমোদন প্রসঙ্গেঃ- অদ্যকার সভায় উপস্থিত সকল সদস্য/সদস্যাগণদের মাঝে পাঠ করিয়া শুনানো হয় পরে তাহা সর্বসম্মতিক্রমে গ্রহীত ও অনুমোধিত হয়।

২। আলোচ্য বিষয়ঃআসন্ন ঈদুল ফিতর ২০১৪ইং উদযাপন উপলক্ষ্যে ভিজিএফ এর তালিকা  বাছাই প্রসঙ্গেঃ- অদ্যকার সভায় আসন্ন ঈদুল ফিতর ২০১৪ইং উদযাপন উপলক্ষ্যে ভিজিএফ কর্মসূচীর আওতায় উপকার ভোগী তালিকা বাছাই ও দাখিল প্রসংগে বিসত্মারিত আলাপ-আলোচনার করা হয় বিসত্মারিত আলাপ-আলোচনার পর মাননীয় জাতীয় সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-৫ মহোদয়ের সদয় সম্মতি ক্রমে এবং ভিজিএফ উপকার ভোগীর তালিক বাছাই করা হইল বাছাইকৃত তলিকা উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট দাখিল করিতে চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করা হইল।

অতএব, সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্ত ঘোষনা করেন।

তারিখঃ ২৫/০৬/২০১৪ইং    

                                                                                                                                                            নিবেদক